৩১ অক্টোবর ২০২৫

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন মোহাম্মদপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২০ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ মো. মিরাজ (১৯) আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার মাওলানা ওসমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়িতে গাছের ডালপালা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মিরাজ। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন