বাংলাধারা প্রতিবেদন »
বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিড়ি লুট করতে দারোয়ানকে হত্যা করে ডাকাত দল। নিহত দারোয়ানের নাম রাজিব উদ্দিন কবির (৪০)।
বৃহস্পতিবার (১১ মার্চ) ভোররাত আনুমানিক ৪টা নাগাদ পতেঙ্গা থানার জিএম গেইট এলাকায় আকিজ বিড়ির একটি গোড়াউনে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।
এসময় তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, ডাকাত দল ওই দারোয়ানকে শ্বাসরোধে করে হত্যা করেছে। এ ঘটনায় থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’
বাংলাধারা/এফএস/এআই













