বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ৩১ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রামের বাইরে ভিন্ন জেলায় ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ১৮ টি এবং চট্টগ্রাম জেলার বাইরে ৮ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার মাধ্যমে ১৫ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে।
সোমবার (১১ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চটগ্রামের বিআইটিআইডি তে নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের পটিয়া উপজেলায় ১১ জন ও সাতকানিয়া উপজেলায় ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম মহানগরীর গ্রীনভিউ সোসাইটি তে ১ জন, কর্নেলহাটে ১ জন, পাহাড়তলীর নোয়াপাড়ায় ১ জন, বাঁচা মিয়া রোডে ১ জন, লালখান বাজারে ১ জন, নয়াবাজারে ১ জন, আকবর শাহ এলাকায় ১ জন, চকবাজারে ১ জন, পশ্চিম নাসিরাবাদে ১ জন, পাঁচলাইশে ১ জন, ফিল্ড হাসপাতালে ১ জন, দামপাড়া পুলিশ লাইনে ১ জন, নন্দন কাননে ১ জন, আগ্রাবাদের ছোটপুলে ১ জন, আগ্রাবাদে ২ জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রামের বাইরে ভিন্ন জেলায় ৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা করে সাতকানিয়া উপজেলায় ২ জন, রাংগুনিয়া উপজেলায় ২ জন, সীতাকুণ্ড উপজেলায় ১ জন ও হাটহাজারী উপজেলায় ২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়িতে ১ জন, লালদিঘির পাড়ে ১ জন, কদমতলীতে ২ জন, হালিশহরে ২ জন, ফিরিঙ্গীবাজারে ১ জন, পতেঙ্গায় ১ জন, টেরীবাজারে ১ জন, এয়ারপোর্ট রোডে ১ জন ও চকবাজারে ১ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রামের বাইরে ফেনী জেলায় ১ জন ও নোয়াখালী জেলায় ৭ জন করোনা পজিটিভ রোগী পাওয়া যায়।
এছাড়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের পটিয়া উপজেলায় ১ জন ও সীতাকুণ্ড উপজেলার ফকিরহাটে ১ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়। তাছাড়া চট্টগ্রাম মহানগরীর রাহাত্তারপুলে ২ জন, বিএমএ’তে ২ জন, হাজারী গলিতে ২ জন, বন্দরটিলায় ১ জন, পতেঙ্গায় ১ জন, বায়েজিদে ১ জন, বেপারীপাড়ায় ১ জন, ডবলমুরিংয়ে ১ জন, সাকেরপুলে ১ জন ও ফ্রিপোর্ট বন্দর এলাকায় ১ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়।
তিনি আরও বলেন, আজ বিআইটিআইডিতে ২৩৪ জনের নমুনা পরীক্ষার মধ্যে ৩৯ জনের পজেটিভ এসেছে। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের পজিটিভ এসেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা পজিটিভ ফলাফল পাওয়া যায়।
সবমিলিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩২ জনে। এ নিয়ে চট্টগ্রামে মৃত্যুবরণ করেছেন ১৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ জন।
বাংলাধারা/এফএস/টিএম













