২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রামের বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে সকাল ৯টা থেকে আরাকান সড়কের বাহির সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করেন অটোরিকশা চালকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হন। তাঁদের মধ্যে লোকমান নামের এক উপপরিদর্শকের মাথায় সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শতাধিক অটোরিকশা চালক কাপ্তাই রাস্তার মাথা থেকে বাহির সিগন্যাল এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। তাঁরা অটোরিকশা আটক ও বন্ধের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। শুরু থেকেই পুলিশ সেখানে উপস্থিত ছিল। একপর্যায়ে চালকরা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়তে শুরু করেন।

পুলিশ জানায়, চালকরা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে উত্তেজনা বাড়ে এবং ইট-পাটকেল ছোড়া হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে চালকরা পালিয়ে যান।

দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, বাহির সিগন্যাল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং কোনো যানবাহন থামতে দিচ্ছেন না। রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে ছিল ইটের টুকরা ও নুড়িপাথর। পুলিশ জানিয়েছে, কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার অপারেশনস কর্মকর্তা উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, “চালকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ ধাওয়া দেয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন, একজনের মাথায় সেলাই দিতে হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।”

উল্লেখ্য, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে গত চার দিন ধরে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসছে নগর পুলিশের ট্রাফিক বিভাগ ও চট্টগ্রাম জেলা প্রশাসন। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত রোববার থেকে সোমবার বিকেল পর্যন্ত অন্তত ৬০০ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়েছে এবং বিভিন্ন চার্জিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন