২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ভাড়া বাসায় তৈরি হচ্ছিল ভেজাল জুস, গ্রেপ্তার ১, মালামাল জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় একটি ভাড়া বাসায় গড়ে তোলা হয়েছিল ভেজাল জুস তৈরির একটি গোপন কারখানা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সেখান থেকে একজনকে গ্রেপ্তার করেছে এবং বিপুল পরিমাণ ভেজাল জুস ও উৎপাদনের সরঞ্জাম জব্দ করেছে।

সোমবার (১৯ মে) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল জুস এবং জুস তৈরির সরঞ্জাম জব্দ করেছে। এ সময় ১ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কক্সবাজার চকরিয়ার মৃত হাবিবুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৬)। সে ঘটনাস্থল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

মামলা সূত্রে জানা গেছে, বাকলিয়ার নতুন ব্রীজ আনসার প্লটের খালেদার মার কলোনীতে বাসা ভাড়া নিয়ে নকল জুস তৈরির কারখানা গড়ে তোলেন।

কারখানার বৈধ কোনো কাজগপত্র না থাকলেও ওই বাড়িতে ক্ষতিকর কেমিক্যালের সঙ্গে বিভিন্ন জুস তৈরি করে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন ব্যান্ডের ভেজাল জুসসহ মেশিন জব্দ করা হয়।জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য আনুমানিক আড়াই লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বাক‌লিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ ইখ‌তিয়ার হো‌সেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকার ভেজালজুসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন