২৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে মধ্যরাতে ছিনতাই, চালকের সাহসিকতায় ধরা পড়ল এক অপরাধী

চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে বাসায় ফেরার পথে এক মাইক্রোবাস চালকের উপর ছিনতাইয়ের ঘটনা ঘটে। হঠাৎ করে ব্যাটারিচালিত অটোরিকশায় করে তিনজন ছিনতাইকারী এসে তাঁকে ঘিরে ফেলে, ছুরি দিয়ে আঘাত করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। তবে চালকের দৃঢ়তা ও দ্রুত প্রতিক্রিয়ায় একজন ছিনতাইকারীকে ধরে ফেলতে সক্ষম হন, যাকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাটি ঘটে শনিবার (২১ জুন) ভোররাত ৪টার দিকে। আহত মো. রিপন জানান, রাতে কাজ শেষ করে নিজের মাইক্রোবাসটি জিইসি মোড়ে পার্ক করে তিনি প্যাডেলচালিত রিকশায় করে বাসায় ফিরছিলেন। রিমা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে রিকশার গতিরোধ করে।

অটোরিকশা থেকে নেমে তিন যুবক তাঁকে ঘিরে ফেলে। একজন ধারালো ছুরি দিয়ে রিপনের ডান হাতে ও কানে আঘাত করে। এরপর তাঁর মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেয় এক ছিনতাইকারী।

চালক রিপন জানান, ‘‘গলায় ছুরি ঠেকিয়ে যখন ভয় দেখাচ্ছিল, তখন ভেবেছিলাম চুপ থাকলে হয়তো ওরাই শেষ করে দেবে। আমি তখন ছুরিটা ধরে ফেলি, একজনকে মাটিতে ফেলে ধরি।’’

ধস্তাধস্তির একপর্যায়ে বাকি দুইজন ছিনতাইকারী অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। তবে মাটিতে ফেলে রাখা একজনকে ধরে রাখতে সক্ষম হন রিপন।

এ সময় ওই সড়কে টহলরত কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রিপনের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে ছিনতাইকারী ও ব্যবহৃত অটোরিকশাটি আটক করে থানায় নিয়ে যায়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, “রাতের নির্জন সময় ব্যাটারিচালিত রিকশা ব্যবহার করে এই চক্র নগরীতে ছিনতাই চালিয়ে আসছিল। ভিকটিম রিপনের সাহসিকতায় একজনকে হাতেনাতে ধরতে পেরেছি। পলাতক দুইজনকে শনাক্ত করে ধরতে অভিযান চলছে।”

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন