২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে মালয়েশিয়ার অনারারি কনসাল হলেন আকতার পারভেজ

চট্টগ্রামে মালয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে নিযুক্ত হয়েছেন তরুণ ব্যবসায়ী ও সফল উদ্যোক্তা মোহাম্মদ আকতার পারভেজ। তিনি পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। নতুন নতুন মডেলের গাড়ি দেশেই অ্যাসেম্বলিং করে আকতার পারভেজ বেশ সুনাম কুড়িয়েছেন। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য এবং বিনিয়োগ নিয়ে কাজ করতে চান।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল নাঈম উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত চিঠি হস্তান্তর করেছেন। এ সময় ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাজনা মো. হাশিমও উপস্থিত ছিলেন।

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য একুশে পদক প্রাপ্ত শিল্পপতি সুফি মুহাম্মদ মিজানুর রহমানের সন্তান আকতার পারভেজ। সুফি মিজানুর রহমান নিজেও চট্টগ্রামে ইন্দোনেশিয়ার অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন।
আকতার পারভেজের ভাইদের মধ্যে মোহাম্মদ মহসিন গাজীপুরে কোরিয়ার অনারারি কনসাল এবং ইকবাল হোসেন চৌধুরী রুয়ান্ডার অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রামে মালয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আকতার পারভেজ চট্টগ্রাম খবরকে বলেন, আমার মা-বাবার দোয়ায়, চট্টগ্রামবাসীর দোয়ায় আমার এই সম্মান অর্জন। সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আমার নতুন দায়িত্ব চট্টগ্রামবাসীর প্রতি দায়বদ্ধতা বাড়িয়েছে।

চট্টগ্রামবাসীর জন্য কী কী করতে চান জানতে চাইলে তিনি বলেন, চট্টগ্রাম থেকে প্রচুর শিক্ষার্থী মালয়েশিয়া যায়। সঠিক তথ্য না জানায় অনেকেই ভোগান্তির শিকার হন। যাতে কেউ ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য করবো। চিকিৎসার জন্য অনেকেই বিদেশে যান। মালয়েশিয়ার চিকিৎসা ব্যবস্থাও বেশ উন্নত। দুই দেশের চিকিৎসা সুযোগ-সুবিধার একটি সেতুবন্ধন আমরা তৈরি করবো। আমাদের সংস্কৃতিতে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার সুযোগ আছে। মালয়েশিয়ার সাথে আর্ট এন্ড কালচারের একটি যোগসূত্র তৈরি হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, চট্টগ্রামে উৎপাদিত পন্য মালয়েশিয়ায় প্রদর্শনের উদ্যোগ নিলে সেখানে আমাদের বাজার তৈরি হবে। এতে আমাদের উৎপাদন বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে এবং বিনিয়োগও আসবে। আশা করছি বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে আমি ভূমিকা রাখতে পারবো।

আরও পড়ুন