৩ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে মুক্তিযোদ্ধাকে দিয়ে শুরু হচ্ছে ই-পাসপোর্ট বিতরণ কার্যক্রম

বাংলাধারা প্রতিবেদন »  

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে গত ২৮ জুন থেকে চালু হয়েছে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট সেবা। আগামীকাল রোববার চট্টগ্রামে প্রথম ব্যক্তি হিসেবে ই-পাসপোর্ট পাচ্ছেন একজন মুক্তিযোদ্ধা। তাঁর নাম জাহেদ আহমেদ। মুক্তিযোদ্ধার পাশাপাশি আরও চারজনের হাতে পাসপোর্ট তুলে দেয়া হবে বলে জানিয়েছে মনসুরাবাদ পাসপোর্ট অফিস।

জানা গেছে, করোনার আগেই পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন ডবলমুরিং থানার পাঠানটুলী নজির ভান্ডার লেইন এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা জাহেদ আহমদসহ কয়েকজন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ওই সময় পাসপোর্ট বিতরণ করা সম্ভব হয় নি।

পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান, ২০০৮ সালে বিশ্বে ই-পাসপোর্ট চালু হয়। পরবর্তীতে বাংলাদেশ ২০১৬ সালে সিদ্ধান্ত গ্রহণ করে ই-পাসপোর্ট চালুর। ২০২০ সাল থেকে বিশ্বের ১১৯ নম্বর দেশ হিসেবে ই-পাসপোর্ট সেবা চালু হচ্ছে বাংলাদেশে। তবে করোনার কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। যদিও ঢাকায় করোনার আগেই ই-পাসপোর্ট সেবা চালু হয়েছিল।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ