বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১৯টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ২৩ শতাংশ। এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে ১ জন মহানগর এলাকার এবং ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪৪৫ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ১২৫ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩২০ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।













