২৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে রেকর্ড ; মৃত্যু ও সংক্রমণে

বাংলাধারা প্রতিবেদন »

সকল রেকর্ডকে পেছনে ফেলে ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ১৪ জন। এসময় নতুন করে সংক্রমণ পাওয়া গেছে ৭০৯ জনের শরীরে।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, চট্টগ্রামে ২ হাজার ৮২ জনের নমুনায় ৭০৯ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শতকরা হিসাবে এ হার ৩৪ শতাংশ।

চট্টগ্রামে নতুন ১৪ জনসহ এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জনে। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৮ জনে।

মৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও ৬ জন নারী। এর মধ্যে ৭ জন উপজেলার, বাকি ৭ জন নগরের। উপজেলায় মৃতদের ৭ জনের মধ্যে মিরসরাই ও হাটহাজারীর বাসিন্দা দুজন, সীতাকুণ্ড, রাঙ্গুনিয়া ও বোয়ালখালীর ১ জন করে ৷

এছাড়া একই দিন করোনা আক্রান্তদের মধ্যে আরও ১৩০ জন সুস্থ হয়ে ওঠেছেন। যাদের মধ্যে ৯০ জন উপজেলার বাসিন্দা আর বাকি ৪০ জন নগরের বাসিন্দা।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু মানুষের মধ্যে সচেতনতা তেমন একটা নেই। মানুষ এখনও উপলব্ধি করতে পারছে না- আমরা আসলে কোন পর্যায়ে আছি। মৃত্যুর হার একটি সংখ্যা মাত্র, কিন্তু এর পিছনে পরিবারগুলোর কি পরিমাণ ক্ষতি এবং কষ্ট লুকিয়ে আছে তা বর্ণনা করা যাবে না। তাই নিজেদেরই বিষয়টি নিয়ে সচেতন হতে হবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন