চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬টি মামলায় অভিযুক্ত পলাতক আসামি মো. নূর হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব-৭। ‘সাদ্দাম’ ও ‘রিয়াদ’ নামে পরিচিত এ ব্যক্তি ফেনী সদর মডেল থানায় দায়েরকৃত একটি চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ জানতে পারে যে, মো. নূর হোসেন চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং এলাকায় অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া নূর হোসেন ফেনী জেলার ফেনী সদর উপজেলার পশ্চিম চনুয়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম নূর মোহাম্মদ ওরফে নূর আহমদ।
র্যাব আরও জানায়, নূর হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের পাহাড়তলী, হালিশহর, ডাবলমুরিং, ফেনী সদর ও ফুলগাজী এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ডাকাতি, চুরি ও মাদক সংশ্লিষ্ট অন্তত ১৬টি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তাঁকে ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।













