চট্টগ্রামের লালখান বাজার মোড়ে বাস থেকে নামার সময় আরেকটি বাসের চাপায় রিয়া মজুমদার (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত রিয়া মজুমদার একটি রিয়েল এস্টেট কোম্পানি ‘গোল্ডস্যান্ডস গ্রুপ’-এ কর্মরত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ফরিদ খন্দকার জানান, সীতাকুণ্ড থেকে ছেড়ে আসা ৭ নম্বর বাস (চট্টমেট্রো ছ ১১-১৬১৫) থেকে নামার সময় রিয়া মজুমদার পড়ে যান। এ সময় দ্রুতগতির ২ নম্বর বাস (চট্টমেট্রো জ ১১-১৪১৬) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, “আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।”
এআরই/বাংলাধারা