২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে লালখান বাজারে বাসের চাপায় নারী নিহত

চট্টগ্রামের লালখান বাজার মোড়ে বাস থেকে নামার সময় আরেকটি বাসের চাপায় রিয়া মজুমদার (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিয়া মজুমদার একটি রিয়েল এস্টেট কোম্পানি ‘গোল্ডস্যান্ডস গ্রুপ’-এ কর্মরত ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ফরিদ খন্দকার জানান, সীতাকুণ্ড থেকে ছেড়ে আসা ৭ নম্বর বাস (চট্টমেট্রো ছ ১১-১৬১৫) থেকে নামার সময় রিয়া মজুমদার পড়ে যান। এ সময় দ্রুতগতির ২ নম্বর বাস (চট্টমেট্রো জ ১১-১৪১৬) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, “আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।”

এআরই/বাংলাধারা

আরও পড়ুন