২৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে শতবর্ষী রেল ভবনে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। এবার ভিন্ন আঙ্গিকে ট্রফি উন্মোচনের আয়োজন করেছে বিসিবি।

এর অংশ হিসেবে রোববার (২৬ অক্টোবর) চট্টগ্রামে ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন সিআরবি রেলওয়ে পূর্বাঞ্চল কার্যালয়ের সামনে দুই দলের অধিনায়ক লিটন দাশ ও শাই হোপ ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচন শেষে ফটোসেশান করেন তারা।

আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।

এর আগে সদ্য শেষ হওয়া ওডিআই সিরিজ ২-১ শেষ করে বাংলাদেশ দল।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান, সাইফ হাসান।

আরও পড়ুন