মাগুরায় ধর্ষণের শিকার শিশু শহীদ আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে। স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড) এর উদ্যোগে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০:৩০ মিনিটে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ধর্ষণবিরোধী আন্দোলন জোরদারের আহ্বান জানান।
এসময় স্যাড চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক খোবাইব হামদান বলেন, “ধর্ষণকারীরা বিচারহীনতার সুযোগ নিচ্ছে। আমরা ন্যায়বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাব।”
স্যাডের সদস্য সচিব আবির বিন জাবেদ বলেন, “আজ আমাদের বোন আছিয়া চলে গেছে। বিচার না হলে এটি আমাদের পুরো বিচার ব্যবস্থার মৃত্যু হবে।”
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক জুবায়রুল হাসান আরিফ বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্ষকদের মনে ভয় থাকবে।”
জানাজার ইমামতি করেন জুলাই ’২৪ আন্দোলনের শহীদ মাসুমের ভাই মাহি।
জানাজার পর উপস্থিত জনতা ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। আয়োজকরা ধর্ষণবিরোধী জাতীয় পর্যায়ের আন্দোলন জোরদারের আহ্বান জানান।
এআরই/বাংলাধারা













