শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদে জুমা জমিয়তুল ফালাহ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের ।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু এই তথ্যটি নিশ্চিত করেছেন।
আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু জানান, আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদে জুমা জমিয়তুল ফালাহ মসজিদ ও বাদে আসর রাউজান উপজেলার গহিরা হাইস্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাউজানের গহিরা পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রসঙ্গত, সকাল ৬ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন আবদুল্লাহ আল নোমান।
এআরই/এনএস/বাংলাধারা/২০২৪













