৫ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে সরকারি হাসপাতালে চালু হলো বৈকালিক ‘প্রাইভেট চেম্বার’

বাংলাধারা প্রতিবেদক »

সারাদেশের মতো চট্টগ্রামেও সরকারি হাসপাতালে বৈকালিক ‘প্রাইভেট চেম্বার’ চালু হয়েছে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খাগড়াছড়ি সদর হাসপাতালসহ ৮টি প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে এ সেবা চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে ‌‘সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বার’ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ তিনি বলেন, সারাদেশের মতো আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সেও শুরু হয়েছে ‘প্রাইভেট চেম্বার’। আজ প্রথম দিনেই ১২ জন রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। সবে শুরু হয়েছে, প্রতিনিয়ত রোগী বাড়তে থাকবে। রোগীরা সন্তেুাষ প্রকাশ করেছেন। সরকারের এ কর্মসূচি রোগীর কল্যাণ বয়ে আনবে। গরীব-দুস্থ রোগীদের মাঝে সেবা ছড়িয়ে পড়বে।

তিনি আরও বলেন, আজকে তিন চিকিৎসক সেবা দিয়েছেন। তারা হলেন নাক-কান-গলা বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মানব কুমার চৌধুরী, চর্ম ও যৌন রোগ বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মোসাম্মৎ সুলতানা আখতার, মেডিক্যাল অফিসার ডা. সাজ্জাদ ওসমান।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, চট্টগ্রামে প্রাথমিকভাবে আটটি প্রতিষ্ঠানে ‘প্রাইভেট চেম্বার’ চালু হয়েছে। সেগুলো হলো ফেনী জেলা সদর হাসপাতাল, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার জেলা সদর হাসপাতাল এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল, নোয়াখালী সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এক্সরে আল্ট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন ধরনের সেবা পাবেন রোগীরা।

তিনি আরও বলেন, সরকারের এই কর্মসূচি আগে শুরু হওয়ার পরিকল্পনা ছিলো। কিন্তু করোনা মহামারির কারণে থেমে থাকে। চলতি মাস থেকেই প্রাথমিভাবে শুরু হলো এই কার্যক্রম।

এদিকে সরকারি হাসপাতালে চিকিৎসকের প্রাইভেট চেম্বারের ফি নির্ধারণ করা হয়েছে। ‘ইনস্টিটিউশনাল প্র্যাকটিস’-এ অধ্যাপকের ফি (ভিজিট) হবে ৫০০ টাকা। এই টাকার মধ্যে সংশ্লিষ্ট অধ্যাপক পাবেন ৪০০ টাকা। চিকিৎসা সেবায় সহযোগিতাকারী ৫০ টাকা এবং সার্ভিস চার্জ হবে ৫০ টাকা। সহযোগী অধ্যাপক বা সিনিয়র কলসালটেন্টের ফি হবে ৪০০ টাকা। এর মধ্যে সংশ্লিষ্ট সহযোগী অধ্যাপক বা সিনিয়র কলসালটেন্ট পাবেন ৩০০ টাকা, চিকিৎসা সেবায় সহযোগিতাকারী পাবেন ৫০ টাকা আর সার্ভিস চার্জ কাটা হবে ৫০ টাকা।

সহকারী অধ্যাপক বা জুনিয়র কনসালটেন্ট অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারীর ফি হবে ৩০০ টাকা। এরমধ্যে সংশ্লিষ্ট চিকিৎসক পাবেন ২০০ টাকা, চিকিৎসা সেবায় সহযোগিতাকারী পাবেন ৫০ টাকা আর সার্ভিস চার্জ কাটা হবে ৫০ টাকা। এছাড়া এমবিবিএস বা বিডিএস ও সমমানের চিকিৎসকদের ফি হবে ২০০ টাকা। এরমধ্যে সংশ্লিষ্ট ডাক্তার পাবেন ১৫০ টাকা। এ ক্ষেত্রে চিকিৎসা সেবায় সহযোগিতাকারীর জন্য ২৫ টাকা এবং সার্ভিস চার্জ ২৫ টাকা ধার্য করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় রোগীরা বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিকিৎসকের সেবা নিতে পারবেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ