২৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে সাবেক সিএমপি কমিশনার ঢাকায় গ্রেপ্তার, আনা হচ্ছে চট্টগ্রামে

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার। বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে তাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে চট্টগ্রামে আনা হচ্ছে।  জুলাই অভ্যুত্থানে নগরের চান্দগাঁও থানার শিক্ষার্থী হত্যার ঘটনায় তাকে সরাসরি আদালতে তোলা হবে বলে জানা গেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসিব আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ২৩ জুন ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয় সাইফুল ইসলামকে। ৪ জুলাই তিনি সিএমপিতে যোগদান করেন। সরকার পতনের পর ২১ আগস্ট তাকে সারদা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে বদলি করা হয়।

আরও পড়ুন