বাংলাধারা প্রতিবেদন »
সামনে ঈদ। করোনায় বন্ধ হয়ে গেছে খেটে খাওয়া মানুষের আয়। তাই চট্টগ্রামের এসব অসহায় নিম্ন আয়ের মানুষের মানুষের মুখে হাসি ফোটাতে তিনদিন ব্যাপী প্রায় ৪ হাজার পরিবারের মাঝে লুঙ্গি, শাড়ি ও গামছাসহ প্রয়োজনীয় ঈদের কাপড় তুলে দেওয়ার জন্য ‘ফ্রি ঈদ বাজার’ চালু করবে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (১৬ মে) সেনাবাহিনীর ডাইরেক্টর জেনারেল ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজহার সিদ্দিকী একথা বলেন।
তানভীর মাজহার সিদ্দিকী বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের জন্য ১ মিনিটের ফ্রি সবজির বাজার মাসব্যাপী চালু রাখার মাধ্যমে প্রায় ২০ হাজার পরিবারের পাশে থাকা সহ ঘরে ঘরে গিয়ে খাদ্যসহায়তা অব্যাহত রেখে কর্মহীনদের স্বাভাবিক জীবনে ধরে রাখার জন্য সহায়তা দিয়ে পাশে থাকবে সেনাবাহিনী।
তিনি বলেন, পুরা কার্যক্রমটাই একটা সেবামূলক কার্যক্রম। এটা কোন ত্রাণ সহায়তা নয় এই উপলব্দি থেকে এটা দেওয়া। যাতে এই কঠিন সময়ে কর্মহীনরা স্বাভাবিক জীবন ধারণ করতে পারেন।
বাংলাধারা/এফএস/টিএম













