৫ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’ শুরু শুক্রবার

চট্টগ্রামসহ দেশের প্রধান প্রধান চারটি বিভাগীয় শহরে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতীয় শিক্ষার উপর এডুকেশন শো সিরিজ ‘স্টাডি ইন ইন্ডিয়ান এক্সপো-২০২৩’। চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় আগামী ৭ ও ৮ জুলাই এই অনুষ্ঠান আয়োজিত হবে এবং এরপর ধারাবাহিক ভাবে আগামী ১০ ও ১১ জুলাই ঢাকার যমুনা ফিউচার পার্ক, ১৩ জুলাই খুলনার সিটি ইন হোটেল ও ১৫ জুলাই সর্বশেষ রাজশাহীর গার্ডেন রিভারভিউ হোটেলে এক্সপোটি অনুষ্ঠিত হবে।

অ্যাফেয়ার্স এক্সিবিশনস অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড আয়োজিত এই এক্সপোতে প্রায় ২৫ টির বেশি ভারতের উচ্চ র‍্যঙ্কযুক্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজের প্রতিনিধিরা অংশগ্রহন করবেন। এছাড়া এ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তারা আগ্রহীদের সঠিক কোর্স বেছে নিতে ও ভর্তি সংক্রান্ত হালনাগাদ ও বিভিন্ন সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

এ বিষয়ে চট্টগ্রাম অঞ্চলের ম্যানেজার ইশরাক আদনান বলেন, ‘প্রতি বছর আমরা ভারতের বেশ কিছু বিশ্ববিদ্যালয় নিয়ে এই ধরনের এক্সপোর আয়োজন করে থাকি। এবছরও তার ব্যতিক্রম নয়। প্রায় ২৫ টির বেশি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে এবারের এক্সপো আয়োজিত হতে যাচ্ছে।’

আরও পড়ুন