বাংলাধারা প্রতিবেদন »
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই দিনের বাংলাদেশ সফরের বিরোধীতা করে হরতালের নামে চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনায় মোট ৭টি মামলা দায়ের করা হয়েছে। ৭টি মামলায় প্রায় ২ হাজার অজ্ঞতনামা ব্যক্তিকে আসামী করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) রাতে হাটহাজারী থানায় চারটি ও পটিয়ায় একটি মামলার বাদী পুলিশ। এছাড়া ভূমি অফিসের কর্মকর্তারা দায়ের করেন দুটি মামলা।
জানা যায়, মোদীর সফরে বিরোধীতা করে হেফাজতে ইসলাম হরতাল ডাক দেয়। সেই হরতালের নামে হেফাজতে ইসলাম ও তাদের নেতাকর্মীরা হাটহাজারী থানা ভবনে হামলা, ভূমি অফিসে ভাঙচুর, ডাকবাংলোয় আগুন, পুলিশের ওপর হামলার ঘটনায় ছয়টি মামলা হয়েছে। একই অভিযোগে পটিয়াতেও আরেকটি মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলাগুলো তদন্তের মাধ্যমে আসামিদের সনাক্ত করা হবে। থানায় হামলার অভিযোগে করা মামলায় অজ্ঞাত ১ হাজার ৮০০ থেকে ২ হাজার জনকে করা হয়েছে।
ভূমি অফিসের করা দুই মামলায় অজ্ঞাত ২০০ জন করে ৪০০ জনকে আসামি করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই













