২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে আগ্রাবাদ সিডিএ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ০৩ জনকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। এদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।

শুক্রবার(২১ মে) ডবলমুরিং থানার এসআই শরীফ উদ্দিন এর নেতৃত্বে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. জাকির হোসেন (৩৩), রিতা আক্তার (২২) ও বিবি হনুফা (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আগ্রাবাদ সিডিএ সংলগ্ন এলাকায় ডবলমুরিং থানা এসআই শরীফ উদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় ১০ কেজি গাঁজাসহ ০৩ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত রুজু করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন