বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬৮ জন। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। করোনা শনাক্তের হার ৩১.৪৩ শতাংশ। ২ হাজার ৪২১টি নমুনা পরীক্ষায় নতুন আক্রান্তদের মধ্যে মহানগরে রয়েছেন ৪৭৪ জন এবং উপজেলায় ২৯৪ জন। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৫৩ জন আক্রান্ত হাটহাজারী উপজেলায়। চট্টগ্রামে এ পর্যন্ত মোট শনাক্ত ৬৮ হাজার ৫৫৫ জন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা যায় এদিন চট্টগ্রামের নয়টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৪২ জনের নমুনা পরীক্ষা করে ১৬৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৪ জনের নমুনা পরীক্ষায় ২৭ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ল্যাবে ৩০ জনের নমুনা পরীক্ষা করে ২০ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৭০ জনের নমুনা পরীক্ষায় ৪০ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১১ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জন, শেভরন ল্যাবে ১১৪ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জন, মেডিকেল সেন্টার ল্যাবে ২০ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।
এছাড়া চট্টগ্রামে এন্টিজেন টেস্টে ১০৭৭ জনের নমুনা পরীক্ষায় ৩২৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
বাংলাধারা/এফএস/এআর













