বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৪ জন বেসরকারি হাসপাতালে এবং ৩৭ জন সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। চট্টগ্রামে অক্টোবরের মাসের ১২ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৩৫৪ জন মহানগরীর এবং ১৬৩ জন জেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া। তিনি বলেন, ডেঙ্গুতে চট্টগ্রামে এ বছর মোট ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট এক হাজার ৩৩২ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৬১৫ জন, নারী ৩৬৫ জন ও শিশু ৩৫২ জন।
সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, ডেঙ্গুতে জানুয়ারিতে ৯ জন, ফেব্রুয়ারিতে চার, মার্চে এক, এপ্রিলে তিন, জুনে ১৯, আগস্টে ১১৪, সেপ্টেম্বরে ৬০১ জন ও অক্টোবরে ৫১৭ জন শনাক্ত হয়েছেন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মহানগরীরই ৯৫৭ জন রয়েছেন।
এদিকে মহানগরীর বাইরে জেলায় রোগী রয়েছেন ৩৭৫ জন। উপজেলায় শনাক্তদের মধ্যে লোহাগাড়ায় ১৬ জন, সাতকানিয়ায় ৪০, বাঁশখালীতে ১৪, আনোয়ারায় ৯, চন্দনাইশে ১০, পটিয়ায় ৩৭, বোয়ালখালীতে ১৪, রাঙ্গুনিয়ায় ১১, রাউজানে ১১, ফটিকছড়িতে আট, হাটহাজারীতে ৩৪, সীতাকুণ্ডে ১০০, মীরসরাইয়ে ১৪, সন্দ্বীপে চার জন ও কর্ণফুলীতে ৫৩ জন রোগী রয়েছেন।













