চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি মাইক্রোবাস থেকে ১৬৮ লিটার বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। অভিযানকালে মো. সবুজ মিয়া (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি এই মদের প্রধান সরবরাহকারী হিসেবে পরিচিত।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আকমল আলী বেড়িবাঁধ এলাকার সুইচগেইট পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ইপিজেড থানার কর্মকর্তারা।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আখতারউজ্জামান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। জব্দ মাইক্রোবাসে পাওয়া যায় ১৬৮ লিটার বিদেশি হুইস্কি। ঘটনাস্থল থেকেই সবুজ মিয়াকে আটক করা হয়।”
জিজ্ঞাসাবাদে সবুজ মিয়া স্বীকার করেছেন, তিনি নিয়মিতভাবে আলী খাল পাড় এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন বারে সরবরাহ করতেন।
পুলিশ আরও জানিয়েছে, মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।