২৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২৬৯ জন, মৃত্যু ৬

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২৬৯ জন। এর মধ্যে নগরে ২০৮ জন এবং জেলায় ৬১ জন রয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয়জন। সুস্থ হয়েছেন সর্বোচ্চ ৪০ জন।

রোববার (১৪ জুন) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এসব তথ্য জানান।

তিনি জানান, শনিবার চট্টগ্রামের ৫টি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের মোট নমুনা পরীক্ষা করা হয় ৮৫৬টি। এর মধ্যে ২৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। 

জানা যায়, চট্টগ্রামের ৫টি ল্যাবের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৯টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৩২টি নমুনা পরীক্ষা করে ৪১ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৩০৪টি নমুনা পরীক্ষা করে ১১১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ১৫৩টি নমুনা পরীক্ষা করে ৪৫ জন এবং বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১২৬টি নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়।

চট্টগ্রামের বাইরে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের আরও দুজনের করোনা পজিটিভ পাওয়া যায়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ