বাংলাধারা প্রতিবেদন »
নগরের আগ্রাবাদ চৌমুহনী থেকে ২৭০ টি পাসপোর্টসহ দুই যুবককে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ।
আটককৃতরা হলেন, তারেক কবির ও নুরুল ইসলাম। দুইজনই বান্দরবানের বাসিন্দা।
সোমবার (২১ ডিসেম্বর) গভীর রাতে আগ্রাবাদ চৌমুহনী খান বাড়ি থেকে তারেক কবির ও নুরুল ইসলামকে আটক করা হয় বলে জানান ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাস।
ওসি জানান, সোমবার রাতে খান বাড়ি থেকে ২৭০ টি পাসপোর্ট উদ্ধার করা হয়। এসময় তারেক ও নুরুল ইসলাম নামে দুই যুবককে আটক করা হয়েছে। তারা এসব পাসপোর্ট কোথা থেকে পেল সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাধারা/এফএস/এইচএফ













