২৭ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ৪৯তম ‘বাংলাদেশ লিও দিবস’ উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে ৪৯তম বাংলাদেশ লিও দিবস উদযাপন করেছে লিও জেলা ৩১৫-বি-৪ বাংলাদেশ। প্রবন্ধ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে ৩১৫-বি-৪ এর লিওরা।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা-রোকেয়া মেমোরিয়াল হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে লিও জেলা ৩১৫-বি-৪ এর সভাপতি লিও ইরফান মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫-বি-৪ এর গভর্নর লায়ন শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, লিও জেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি, প্রাক্তণ জেলা গভর্নর ও মাল্টিপল জেলার জিএসটি লায়ন মনজুর আলম মনজু।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন লায়ন জেলার ক্যাবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী, লায়ন জেলার জিএমটি লায়ন নুরুল ইসলাম, লিও জেলার প্রতিষ্ঠাতা সেক্রেটারি লায়ন ডা. জাকিরুল ইসলাম, রিজিওনাল চেয়ারপার্সন লায়ন জাহানারা বেগম, লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন আনিসুল হক চৌধুরী, প্রাক্তণ জেলা সভাপতি লায়ন হেলাল উদ্দীন, লায়ন আবু নাসির রণি, লায়ন ওবায়দুর রহমান, লায়ন আনোয়ারুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিও জেলার সদ্য প্রাক্তন সভাপতি লিও আফিফা ইসলাম, সহ-সভাপতি লিও আতিক শাহরিয়ার সাদিফ, সেক্রেটারি ওমর ফারুক, ট্রেজারার শওকত হোসেন, জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লিও জায়েদ হোসেন, জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লিও ইসমাঈল বিন আজিজ আলভি।

লিও জেলার জোন ডিরেক্টর ও ৪৯ তম বাংলাদেশ লিও ডে উদযাপন কমিটির চেয়ারম্যান লিও মেহেদি হাসান নয়নের পরিচালনা ও উদযাপন কমিটির সচিব লিও সিরাজুল ইসলাম রিপনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির উপদেষ্টা সাদ্দাম হোসেন, ট্রেজারার লিও মো. শাহাদাত হোসেন, সদস্য এম কে মনির প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লিও জীবনের অর্ঘ্য সাজাই আশার কুসুমে, স্বপ্নের বুননে গড়ে অনাগত জীবনের নকশীকাঁথা। বিগত দিনের জীর্ণতার নাগপাশ ছিন্ন করে অনাগত দিনের রক্তিম সূর্যের উষ্ণ আলিঙ্গনে লিওরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিকূলতা অক্টোপাসের মতো সহস্র দিকে ঘিরে আছে আমাদের যুব সমাজকে। লিওদের দৃঢ প্রত্যশ হোক মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করে ফুলের মতো সুভাসিত জীবন গড়ার।

বাংলাদেশ লিও ডে অনুষ্ঠানে প্রবন্ধ প্রতিযোগিতায় ৩ জন লিওকে পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ