বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে আগে সংগ্রহ করা আটজনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) কর্তৃপক্ষ।
শুক্রবার (২৭ মার্চ) প্রতিষ্ঠানটির পরিচালক ডা. এম এ হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ শুক্রবার তিনজনসহ এখন পর্যন্ত মোট ১১ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। যাদের রক্তের নমুনা আগে সংগ্রহ করা হয়েছে তাদের পরীক্ষার ফল এখনও আসেনি।
বাংলাধারা/এফএস/টিএম













