৫ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে ৯৪ রোগীকে আর্থিক সহায়তা প্রদান

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামে মহানগরে সমাজসেবা অধিদপ্তর পক্ষ থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৯৪ জন রোগীর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। আজ শনিবার (১ এপ্রিল) সার্কিট হাউজে সকাল ১০টায় এ সহয়তা প্রদান করা হয়।

শিক্ষা উপমন্ত্রী বলেন, সিয়াম সাধনার মাসে শুধু ধর্মীয় উপাসনালয় নয় গরিব–দুস্থ রোগীদের সহায়তা করতে হবে। চট্টগ্রামে প্রতিনিয়ত ক্যান্সার, কিডনি রোগীসহ বিভিন্ন রোগ বৃদ্ধি পেয়েছে। তার প্রধান কারণ হলো- চট্টগ্রামের গরু মাংশ, কালা ভুনা, অতিরিক্ত সুটকি খাওয়া। সুস্থ থাকতে হলে এই খাবার কমাতে হবে। একই সাথে শরীর চর্চায় মনোযোগ দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় গরিব-দুস্থদের জন্য কাজ করে যাচ্ছেন।

চট্টগ্র্রাম জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসহায় রোগীদের সহায়তা দেওয়া হচ্ছে। এই সহায়তা দিয়ে রোগিরা সেবা চালিযে নিতে পারবেন। প্রধানমন্ত্রী সব সময় চট্টগ্রামের কথা ভাবেন। তার জন্য চট্টগ্রামের ক্যান্সার ভবন করা হচ্ছে, চীনের সহায়তায় বার্ন ইউনিট করা হচ্ছে। এতে গরিব রোগিরা উপকৃত হচ্ছেন।

স্বাগত বক্তব্যে সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফরিদুল আলম বলেন, আমাদের দেশে প্রতিনিয়ত রোগ বাড়ছে। প্রধানমন্ত্রী সেখান থেকে গরিব-দুস্থ রোগিদের সহয়তা প্রদান করে। ২০১৩-১৪ অর্থ বছরে ৫৬১ জনকে অর্থ প্রদান করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার জনে। চট্টগ্রামে এ অর্থবছরে ১ কোটি ৭৫ লক্ষ টাকা বরাদ্দ পেয়েছে। তা দিয়ে চট্টগ্রাম জেলা- উপজেলায় ৩৫০ জন প্রদান করা হয়। মহানগরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৯৪ জন রোগীকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক, বিভাগীয় সমাজ অধিদপ্তরের পরিচালক কাজী নাসিমুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফরিদুল আলম প্রমুখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ