৩০ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম অনলাইন নারী উদ্যোক্তা ফোরাম’র আত্মপ্রকাশ

বাংলাধারা প্রতিবেদন »

অনলাইন উদ্যোগে নারীদের স্বচ্ছন্দ পদচারণার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘চট্টগ্রাম অনলাইন নারী উদ্যোক্তা ফোরাম’ নামে নারীদের একটি নতুন সংগঠন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে এ কমিটি গঠন করা হয়।

এক বছর মেয়াদের গঠিত ১১ সদস্য বিশিষ্ট কার্যকারি কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন আফরোজা সুলতানা পূর্ণিমা এবং সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করবেন নিলুফার খান নিলু।

‘চট্টগ্রাম অনলাইন নারী উদ্যোক্তা ফোরাম’ এর অন্য পদপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি জেসমিন আক্তার সুমী ও প্রিয়াংকা পাল প্রিয়া। সহ-সভাপতি পদে হৈমন্তি আক্তার ও ফাতেমা নূরি।

এছাড়াও যুগ্ম সম্পাদক পদে শাহনাজ নিঝুম খাঁন, সাংগঠনিক সম্পাদক পদে আয়েশা আক্তার তমা, অর্থ সম্পাদক পদে নিকিতা খান। দপ্তর সম্পাদক হিসাবে শেখ রুফু মুন্না রুফু, প্রচার সম্পাদক পদে ইফফাত আরা রিয়া ও নির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, এ কমিটির মেয়াদকাল হবে ১ বছর। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এক ব্যক্তি দু’বারের বেশি দায়িত্ব পালন করতে পারবে না এমন সিদ্ধান্ত গৃহীত হয়।

চট্টগ্রাম অনলাইন নারী উদ্যোক্তা ফোরামের নতুন সভাপতি আফরোজা সুলতানা পূর্ণিমা বাংলাধারাকে বলেন, বর্তমানে নারী উদ্যোক্তারা অনলাইন ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছে। অনলাইনে নারী উদ্যোক্তাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গঠিত এ কমিটি কাজ করবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন