২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম আদালত থেকে দিনে-দুপুরে পালালেন হত্যা ও মাদক মামলার দুই আসামি

চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে হত্যা ও মাদক মামলার দুই আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় এই ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামিদের একজন হলেন মো. ইকবাল হোসেন ইমন, যিনি লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান এলাকার মো. ইউনুসের ছেলে। অপরজন আনোয়ার হোসেন, তিনি নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজী মালেক ড্রাইভারের বাড়ির কামাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, ২০২৫ সালের ১৪ জানুয়ারি লোহাগাড়ার উত্তর কলাউজান এলাকায় এক মন্দিরের সামনে নির্মাণশ্রমিক মো. জাহেদ (২০)-এর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অনলাইন জুয়ার টাকা লেনদেনের জেরে বন্ধুরা তাকে শ্বাসরোধে হত্যা করেন। ওই ঘটনায় গ্রেপ্তার হন ইমন। অন্যদিকে আনোয়ার হোসেন মাদক মামলার আসামি।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজিরা শেষে তাদের প্রিজনভ্যানে তোলার সময় এ দুজন পলিয়ে যান। তবে ঠিক কোন আদালতে তাদের হাজির করা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও সাড়া মেলেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “প্রিজনভ্যানে তোলার সময় দুই আসামি পালিয়েছে। আমরা তাদের ধরতে অভিযান শুরু করেছি। খুব দ্রুতই তারা গ্রেপ্তার হবে।”

এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আদালতপাড়ায়।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ