১০ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভারতীয় সহকারী হাইকমিশনের স্টল উদ্বোধন

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভারতীয় সহকারী হাইকমিশনের একটি স্টল ৩০ জুন সকালে শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন, চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম, পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মো. ইফতেখার ফয়সাল, এস. এম. তাহসিন জোনায়েদ ও মোহাম্মদ আদনানুল ইসলাম, প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ এবং সহকারী হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন বলেন, ভারতের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ, বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা এবং উভয়দেশের মধ্যে পর্যটন ও সম্ভাবনাময় খাতসমূহে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ইত্যাদি বিষয় এই স্টলের মাধ্যমে প্রদর্শন করা হবে। ভারত এবং বাংলাদেশ বর্তমান বিশ্বে সবচেয়ে দ্রুত বর্ধমান অর্থনীতি হিসেবে আবির্ভূত হয়েছে এবং দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ ভারতের প্রধান বাণিজ্য ও উন্নয়ন অংশীদার। গত এক দশকে উভয়দেশের মধ্যে বাণিজ্য ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে এবং উভয়দেশ সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করার জন্য কাজ করছে। তবে আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ জোরদার করার ক্ষেত্রে কানেক্টিভিটি প্রধান বিবেচ্য বিষয়। অন্যান্য খাত বিশেষ করে আইটি, সাইবার সিকিউরিটি ইত্যাদিতে সহযোগিতার অমিত সম্ভাবনা রয়েছে। বাংলাদশেে খাদ্য সরবরাহ নশ্চিতি করতে ভারত রপ্তানি বন্ধ করার পর ও ভারত বাংলাদশেে ১.৫ লাখ মট্রেকি টন গম রপ্তানি করছে। বাংলাদেশ ও ভারত একসাথে কাজ করার মাধ্যমে এই অঞ্চলকে বিশ্বের ‘টেক হাব’ এ রূপান্তর করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্ক এখন খুব ভালো অবস্থায় রয়েছে। কিছুদিন আগে ভারত রপ্তানি বন্ধ করলেও এখন আবারো বাংলাদেশে গমসহ খাদ্য পণ্য রপ্তানির চেষ্টা করছে। ভারত আমাদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট প্রতিবেশী এবং প্রতিবেশীর সাথে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবসময় উষ্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। খাদ্য, আইটি, শিল্পের কাঁচামাল, তুলা, মেশিনারিজ ইত্যাদি ভারত থেকে আমদানি হয়। পদ্মা ব্রিজের কারণে বেনাপোল ও ভোমরা স্থল বন্দর দিয়ে বাণিজ্য বৃদ্ধি পাবে। আমাদের দেশের মানুষ ভারতীয় পণ্য পছন্দ করে এবং প্রচুর পর্যটক ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করে থাকে। শীঘ্রই একটি বাণিজ্য প্রতিনিধিদল পশ্চিমবঙ্গের বেঙ্গল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিদর্শন করবে। চেম্বার সভাপতি চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশে বেসরকারি খাতে বৃহত্তম উল্লেখ করে আগামীতে এই মেলায় পার্টনার কান্ট্রি হিসেবে ভারতকে আমন্ত্রণ জানিয়ে বিপুল ভারতীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রত্যাশা করেন। স্টল উদ্বোধন শেষে ভারতীয় সহকারী হাইকমিশনার মেলার বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টল পরিদর্শন করেন।

আরও পড়ুন