১৬ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম উত্তর জেলা আ. লীগ কমিটিতে রাঙ্গুনিয়ার ১১ মুখ

আশিক এলাহী  »

সম্মেলনের ১৫ মাসের মাথায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয়েছে। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে ভোটের মাধ্যমে উত্তর জেলার সভাপতি-সাধারণ সম্পাদক পদে এম এ সালাম ও শেখ আতাউর রহমান নির্বাচিত হয়েছিলেন।

পূর্নাঙ্গ কমিটিতে ১১ জন সহ-সভাপতি, ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৩ জন সাংগঠনিক সম্পাদক এবং ৩৫ জনকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে রাঙ্গুনিয়া উপজেলা থেকে ১১ জন নির্বাচিত হয়েছেন।

তাদের মধ্যে ২জন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু স্বজন কুমার তালুকদার, ১জন সাংগঠনিক সম্পাদক শিলক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক-উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী শাহ, স্থাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মো. সেলিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক- চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ইদ্রীচ আজগর, ধর্ম বিষয়ক সম্পাদক- উপজেলা পৌর মেয়র শাহজাহান সিকদার, ৪জন কার্যনির্বাহী সদস্য এরা হলেন, ইফতেখার হোসেন চৌধুরী বাবুল, কামরুল ইসলাম চৌধুরী, বেদারুল আলম চৌধুরী, আকতার হোসেন খাঁন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ ডিসেম্বর সম্মেলনে ৩৬৬ জন কাউন্সিলর প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে এম এ সালাম ও সাধারণ সম্পাদক পদে শেখ আতাউর রহমানকে বিজয়ী করেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ