২৮ অক্টোবর ২০২৫

‘চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম’র সাংগঠনিক সম্পাদক হলেন যিকরু হাবিবীল ওয়াহেদ

Screenshot --

বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের ঐতিহ্যবাহী এবং মর্যাদাপূর্ণ সংগঠন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির (২০২৪-২০২৯) নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন স্বনামধন্য সংগঠক, লেখক যিকরু হাবিবীল ওয়াহেদ।

ঐতিহ্যবাহী এবং মর্যাদাপূর্ণ সংগঠনটির স্থায়ী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কার্যকরী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস এম নূরুল হক এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর।

উল্লেখ্য, সংগঠক লেখক যিকরু হাবিবীল ওয়াহেদ চট্টগ্রামের প্রথিতযশা শিক্ষক মাস্টার সুফি মুহাম্মদ নূরুল ইসলাম এবং রত্নগর্ভা পুরস্কারপ্রাপ্ত জয়নব ইসলাম হাবিবীর একমাত্র পুত্র।

জনাব যিকরু হাবিবীল ওয়াহেদ সমসাময়িক নানাবিধ বিষয়ে অনলাইন গণমাধ্যম, আঞ্চলিক ও জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। চট্টগ্রামের স্বার্থরক্ষায় সর্বদা সোচ্চার থাকেন।

জনাব যিকরু পুরস্কারপ্রাপ্ত জাতীয় সমাজ এবং শিক্ষাবান্ধব সংগঠন আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের (এবিএফ) সভাপতি, তরুণ উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ ইয়াং এন্টারপ্রেনার এসোসিয়েশন(বিওয়াইইএ) প্রেসিডেন্ট, তার পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত নূর-জয়নব ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টির দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক ধর্মীয় পেশাজীবী ব্যবসায়ী সংগঠনের সাথে জড়িত।

তাকে ঐতিহ্যবাহী সংগঠনের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করায় স্থায়ী পরিষদের সভাপতি, কার্যকর কমিটির চেয়ারম্যান এবং মহাসচিবসহ কমিটির সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন