৩ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম ওয়াসার শোক দিবস পালন

বাংলাধারা প্রতিবেদন »

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারী কর্মসূচীর আওতায় চট্টগ্রাম ওয়াসায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে প্রধান কার্যালয়সহ অন্যান্য স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচী শুরু করা হয়।

কর্মসূচীর মধ্যে- সকাল ৯টা খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল। সকাল ১০টায় প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে জাতীয় শোক দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম ওয়াসার সকল কর্মকর্তা -কর্মচারীদের ছেলে-মেয়েদের নিয়ে শোক দিবসের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় ও অংশ গ্রহণকারীদের পুরষ্কার দেওয়া হয়। পুরষ্কার প্রদান করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহ ।

এ সময় জনসংযোগ কর্মকর্তার সঞ্চালনায় উক্তসভায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন,অর্থ, প্রকৌশল) , বানিজ্যিক ব্যবস্থাপকসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন ।

বাংলাধারা/এফএস/টিএম /ইরা

আরও পড়ুন