চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ায়র প্রান্তে যাত্রীবাহী বাসের চাপায় সানজিদ রেজা (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (১২ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজা পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিনখাইন এলাকার মো. সেলিম রেজার ছেলে। তিনি চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, দ্রুতগতির একটি বাস কলেজ ছাত্র রেজাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এআরই/বাংলাধারা