চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র তানিফা আহমেদ নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টায় সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দুঃখজনক সংবাদটি নিশ্চিত করেন।
উমামা ফাতেমা জানান, তানিফা ছিলেন ছাত্র আন্দোলনের প্রতি গভীরভাবে প্রতিজ্ঞাবদ্ধ এবং তার কাজের প্রতি একনিষ্ঠ। তার অকাল মৃত্যু সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তানিফার মৃত্যুতে সংগঠনের সদস্যদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শোকাহত পরিবারের পাশে থাকবে।
এআরই/চট্টগ্রাম













