২৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোজাহেদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। এর আগে তিনি এ কলেজে ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

রোববার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সরকারি কলেজ শাখা–২ এর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর গ্রামে চৌধুরী বংশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আলহাজ্ব নুরুল আলম চৌধুরী। তিনি ১৯৯৩ সালে চতুর্দশ বিসিএস পরীক্ষার মাধ্যমে ইসলামী শিক্ষার প্রভাষক হিসেবে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন সময়ে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, বাংলাদেশ মিলিটারি একাডেমি, ঢাকা মাদ্রাসা-ই- আলিয়া, কুমিল্লা ভিক্টোরিয়াসহ চট্টগ্রাম সরকারি কলেজে ইসলামী শিক্ষা বিভাগে অধ্যাপনা করেছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী বাংলাধারাকে বলেন, ‘প্রথমে মহান আল্লাহর শোকরিয়া আদায় করছি। এরপর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আরও কৃতজ্ঞতা জানান শিক্ষামন্ত্রী ড. দিপু মনি ও চট্টগ্রামের সন্তান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল চৌধুরী নওফেলের প্রতি।’

তিনি বলেন, ‘এ কলেজে দীর্ঘদিন ধরে অধ্যাপনা করছি। কলেজটিকে দেশসেরা করতে কাজ করব। এ কলেজ-ক্যাম্পাস যাদের কাজে অপরুপ সৌন্দর্যে সেজেছে তা ত্বরান্বিত করব।’

গত ৩ জানুয়ারি অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসরজনিত ছুটিতে যান। এরপর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী।

উল্লেখ্য, প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসিন চৌধুরী’র ছোট ভাই।

আরও পড়ুন