বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ঝরলো আরও ৪ প্রাণ। রাউজান গশ্চি নয়াহাট এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান চারজন, আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
মঙলবার (৩০ মার্চ) দিবাগত রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. মোরশেদ (৪০), মো. কামরুল (৩৭), মো. ইদ্রিস (৪০), মো. সিরাজ (৫৫)।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক হুমায়ুন কবির বলেন, রাতে নয়াহাট এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এর আগে গত ২৫ মার্চ চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একটি ৭ মাসের শিশুসহ ৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছিল আরও ৪জন।
বাংলাধারা/এফএস/এআর













