বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত প্রথম সহ-সভাপতি জনাব সেলিম রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ২৬ জুন, ২০২৫ বেলা ১১টায় চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোঃ শফিউদ্দিন-এর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতে বিজিএমইএ-এর সহ-সভাপতি জনাব মোঃ রফিক চৌধুরী এবং পরিচালকগণ জনাব এম.ডি.এম. মহিউদ্দিন চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, মোঃ সাইফুল্লাহ মনসুর, এনাম আজিজ চৌধুরী, এস.এম. আবু তৈয়ব ও রফিক আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতের শুরুতে জনাব সেলিম রহমান কমিশনার ও বন্ড কমিশনারেটের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং বিজিএমইএ-এর নবনির্বাচিত পরিচালকদের পরিচয় করিয়ে দেন।
তিনি বলেন, “বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা অত্যন্ত কঠিন ও প্রতিযোগিতাপূর্ণ। তৈরি পোশাক খাত, যা বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, আজ গভীর সংকটে। গত পাঁচ বছরে উৎপাদন ব্যয় ৬০ শতাংশ বৃদ্ধি পেলেও আন্তর্জাতিক ক্রেতারা তুলনামূলকভাবে পোশাকের দাম বাড়ায়নি। এই অবস্থায় সরকারের সহযোগিতা ছাড়া শিল্পটিকে টিকিয়ে রাখা কঠিন।”
এ সময় তিনি বন্ড কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এইচএস কোড সংযোজন, বাৎসরিক অডিট, FOC এবং অন্যান্য কাস্টমস বিষয়ক প্রক্রিয়াগুলো আরও দ্রুত ও সহজ করার মাধ্যমে রপ্তানি শিল্পে সেবা পৌঁছে দেওয়া জরুরি।”
জনাব মোঃ শফিউদ্দিন বিজিএমইএ প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে যেকোনো সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে কাস্টমস বন্ড কমিশনারেট সব ধরনের সহযোগিতা করে যাবে।
উল্লেখ্য, বৈঠকে কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফইএমএফ













