বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম কাস্টম হাউসে কমিশনার পদে ঢাকা কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানকে পদায়ন করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসন-১ শাখা এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের এক আদেশে এ পদায়ন করা হয়।
অন্যদিকে চট্টগ্রাম কাস্টম হাউসের বর্তমান কমিশনার মোহাম্মদ ফখরুল আলমকে ঢাকা শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।
এদিকে এছাড়া ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেনকে সিলেটের ভ্যাট কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।













