২৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম চিড়িয়াখানায় আবারো জন্ম নিল দুই বাঘ শাবক

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম চিড়িয়াখানায় খুশির সংবাদ নিয়ে এসেছে বাঘ দম্পতি রাজ ও পরী। দুটি বাঘ শাবক জন্ম দিয়েছে তারা।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বেঙ্গল টাইগার রাজ ও পরীর ঘরে দুটি শাবক জন্ম নেয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চট্টগ্রাম চিড়িয়াখানার সদস্য সচিব রুহুল আমিন এ তথ্য জানিয়েছেন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, ‘সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম চিড়িয়াখানায় দুটি বাঘের শাবক জন্ম নিয়েছে। তারা এখন ভালো আছে।’

রুহুল আমিন আরও বলেন, ‘শাবক দুটি ঠিকভাবে চোখ মেলতে পারলে দর্শনার্থীদের কাছে আনা হবে। সঠিকভাবে চোখ মেলতে শাবক দুটির দুই সপ্তাহ লাগবে। তবে প্রথম কয়েক সপ্তাহ বাঘ শাবকদের মানুষের কাছে আনা বিপজ্জনক। এ সময় তাদের খুব যত্ন নিতে হয়।’

তিনি আরও বলেন, ‘এখনই যদি বাঘ শাবকদের মানুষের সংস্পর্শে আনা হয় তাহলে মা শাবকগুলোর আর যত্ন নেবে না। কারণ, শাবকদের কাছ থেকে তখন মানুষের গন্ধ আসবে। তাই এখনই শাবকদের মানুষের সম্মুখে আনা ঠিক হবে না। এখন তাদের পরিপূর্ণ যত্নের প্রয়োজন।’

জানা যায়, বেঙ্গল টাইগার রাজ-পরীকে ২০১৬ সালের ৯ ডিসেম্বর ৩৩ লাখ টাকার বিনিময়ে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়। গত বছরের ১৯ জুলাই দুটি শাবকের জন্ম দেয়ার পর আজ আবারো তারা জন্ম দিলো দুই বাঘ শাবক।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম শহরের পাহাড়ি এলাকা ফয়েস লেক এলাকায় ৬ একর জমিতে স্থাপিত চট্টগ্রাম চিড়িয়াখানা। বর্তমানে এই চিড়িয়াখানায় ৬৭টি প্রজাতির ৩৬০টিরও বেশি প্রাণী রয়েছে। এরমধ্যে ৩৪ প্রজাতির পাখি আর বাকি সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রজাতির প্রাণী।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন