বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম জেলা প্রশাসনের তিন কর্মকর্তা পেলেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার-২০২০।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন তাদের হাতে এ পুরস্কার তুলে দেন
পুরস্কারপ্রাপ্তরা হলেন, চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. মাসুদ রানা এবং জেলা প্রশাসন চট্টগ্রামের জেলা নাজির মো. জামাল উদ্দিন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, আমার সকল সহকর্মীরাই এ পুরস্কারের যোগ্য। সবাই দিনরাত কঠোর পরিশ্রম করছেন। এছাড়া কোভিড-১৯ মোকাবেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসারদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে তাদের প্রশংসা করেন তিনি।
স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়াছমিন পারভিন তিবরীজি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আবু হাসান সিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এজেডএম শরীফ হোসেন উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম













