২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম টেস্টে জায়গা পেতে পারেন তানজিম সাকিব

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। যদিও প্রথম টেস্টে একাদশে সুযোগ মেলেনি তার, তবে দ্বিতীয় টেস্টে তাকে একাদশে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলের প্রধান কোচ ফিল সিমন্স।

রবিবার (২৭ এপ্রিল) চট্টগ্রামে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, “আমার মনে হয় সাকিব যেকোনো ফরম্যাটেই ভালো করতে পারবে। তার বল করার লেন্থ চমৎকার, পেসও দুর্দান্ত। সাদা বলে স্টাম্পে আঘাত করে এবং কট বিহাইন্ড করায় প্রায়ই। আশা করছি সে ভালো পারফর্ম করবে।”

তানজিম সাকিবের ব্যাটিং দক্ষতাকেও দলের জন্য বাড়তি শক্তি হিসেবে দেখছেন কোচ। একইসঙ্গে, পেস আক্রমণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, নাহিদ রানার অনুপস্থিতিতে কিছুটা গতি হারালেও বাংলাদেশ দলের শক্তি কমেনি। “গতি হারিয়েছি, তবে স্কিলড বোলার আছে আমাদের,” যোগ করেন সিমন্স।

চট্টগ্রামের উইকেট নিয়েও আশাবাদী কোচ সিমন্স। তিনি বলেন, “উইকেট হার্ড ও ফ্ল্যাট দেখাচ্ছে। আশা করছি আমরা এর সুবিধা নিতে পারব। কিছুটা টার্ন পেলে সেটা আমাদের জন্য ভালো হবে।”

তবে দ্বিতীয় টেস্টের একাদশ নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেননি সিমন্স। সম্ভাব্য কম্বিনেশন নিয়ে তিনি বলেন, “হয়তো তিন পেসার দুই স্পিনার বা তিন স্পিনার দুই পেসার দটোই হতে পারে। এখনই নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না।”

প্রথম টেস্টে হারের পর সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় টেস্টে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। তাই ঘুরে দাঁড়ানোর জন্য তরুণদের ওপরই ভরসা রাখছেন কোচ ফিল সিমন্স।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন