২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম টেস্টে সিরিজ বাঁচানোর মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিলেটের হতাশা ভুলে চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজে জিম্বাবুয়ের কাছে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা শান্তর দল আজ (সোমবার) শুরু হওয়া দ্বিতীয় টেস্টে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে। সিরিজ রক্ষা করতে হলে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) এই টেস্টে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের।

সকাল ১০টায় ম্যাচের টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক ক্রেইগ আরভিন। সিলেট টেস্টে তিন উইকেটে পরাজিত বাংলাদেশ অনুমিতভাবেই দ্বিতীয় ম্যাচে একাদশে এনেছে তিনটি পরিবর্তন।

পিএসএলে খেলার জন্য পাকিস্তান চলে যাওয়ায় এই ম্যাচে খেলছেন না পেসার নাহিদ রানা। তার জায়গায় অভিষেক হচ্ছে তরুণ গতি তারকা তানজিম হাসান সাকিবের। সিলেট টেস্ট থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ। ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গে জুটি বেঁধেছেন এনামুল হক বিজয়। স্পিন শক্তি বাড়াতে একাদশে জায়গা পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান।

অন্যদিকে, প্রথম টেস্ট জিতে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে নিজেদের একাদশে এনেছে দুটি পরিবর্তন। ক্যাচ মিসের কারণে জায়গা হারিয়েছেন উইকেটকিপার নিয়াশা মায়াভো। বাদ পড়েছেন পেস অলরাউন্ডার ভিক্টর নিয়াউচিও।

বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।

আরও পড়ুন