বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৭ রান। দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ৩৯৭ রানে অলআউট হয়ে যায় শ্রীলংকা।এরপর বাংলাদেশের প্রথম ইনিংসে খেলা হয় মোট ১৯ ওভার।যেখানে বাংলাদেশের সংগ্রহ ছিলো ৭৬।
তৃতীয় দিনের শুরু থেকেই দাপটের সঙ্গে ব্যাট চালাতে থাকেন তামিম ও জয়। আর মধ্যাহ্ন বিরতি পর্যন্ত চলে তাদের দাপট। ৪৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৫৭ তুলে বিরতিতে যায় বাংলাদেশ।
তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ১৫২ বলে কোনো উইকেট না হারিয়ে দলীয় শতক পূর্ণ করে বাংলাদেশ।এরপর ২৫০ বলে ১৫০ পূর্ণ করে বাংলাদেশ।সে সাথে ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান বাংলাদেশী দুই ওপেনার তামিম ইকবাল এবং মাহমুদুল হাসান জয়।
তৃতীয় দিনে দুপুর বিরতির আগে তামিম অপরাজিত আছেন ৮৯ রানে এবং মাহমুদুল হাসান জয় অপরাজিত আছেন ৫৮ রানে।প্রথম সেশন শেষে বাংলাদেশ প্রথম ইনিংসে কোনো উইকেট হারিয়ে মোট ২৮৬ বল মোকাবেলায় দলীয় ১৫৭ রান সংগ্রহ।
তৃতীয় দিনের শুরুতে ৭৩ বলে চার হাকিঁয়ে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন তামিম ইকবাল এবং ১১০ বলে ৫১ রান করেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়।













