২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে

বাংলাধারা প্রতিবেদক  »

ঈদের আগে লকডাউন শিথিল হওয়ায় ৮টি আন্তঃনগর এবং ৪টি মেইল ট্রেন দিয়ে শুরু হলো চট্টগ্রাম থেকে দূরপাল্লার ট্রেন চলাচল। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৭টা থেকে।

সুবর্ণ এক্সপ্রেস, বিজয়, পাহাড়ীকা, সাগরিকা ও কর্ণফুলী এক্সপ্রেস আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় পরিলক্ষিত হয়েছে।  

রেলওয়ে সূত্র জানায়, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত আসনের চেয়ে অর্ধেক যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে সুবর্ণ এক্সপ্রেস। যার নির্ধারিত আসন সংখ্যা ছিল ৮০৯টি। সেই ট্রেনটি ৪৫০ জন যাত্রী নিয়ে গন্তব্যে গেছে। এছাড়া বিজয় ট্রেনের আসন সংখ্যা ৬৬০টি। টিকেট বিক্রি হয়েছে ৩৩০টি। পাহাড়ীকা ট্রেনে আসন সংখ্যা ৬২৬টি। টিকেট বিক্রি হয়েছে ৩২৭টি। মহানগর গোধুলী ট্রেনে আসন সংখ্যা ৭০৯টি। এ ট্রেনের টিকেট বিক্রি হয়েছে ২৮৪টি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন