দীর্ঘ প্রায় দেড় যুগের স্থবিরতা কাটিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলায় পুনরায় সংগঠিত হচ্ছে বিএনপি। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দলটি নতুন করে কার্যক্রম শুরু করেছে, যার ধারাবাহিকতায় অনুমোদিত হয়েছে নতুন জেলা কমিটি। আহ্বায়ক হিসেবে ইদ্রিস মিয়া ও সদস্য সচিব হিসেবে লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন দায়িত্ব পাওয়ার পর থেকেই সংগঠনের কার্যক্রমে গতি ফিরে এসেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ চট্টগ্রাম বিএনপির এক বিশাল জনসমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে পুরো আনোয়ারা উপজেলা নেতাকর্মীদের ব্যানার-পোস্টারে সজ্জিত হয়েছে, যা দলটির নতুন উদ্যমের প্রতিফলন।
সমাবেশ পরিচালনা করছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। এছাড়াও প্রধান বক্তা হিসেবে রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন) ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, ‘তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সঠিক সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এই সমাবেশ আয়োজন করা হয়েছে।’
দক্ষিণ চট্টগ্রামে বিএনপির এই পুনর্জাগরণ রাজনীতির নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।













