চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কর্ণফুলীর শিকলবাহা ক্রসিং মোড় থেকে শুরু হয়ে মিছিলটি দীর্ঘ পথ পরিক্রমা শেষে মইজ্জারটেক চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল শুরুর আগে শিকলবাহা ক্রসিং মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল। এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, পটিয়ার সাবেক সংসদ সদস্য গাজী মো. শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
বক্তব্যে নেতারা বলেন, দক্ষিণ চট্টগ্রামের জনগণ এই নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে এবং আজকের কর্মসূচি জনসমুদ্রে পরিণত হয়েছে। তারা বলেন, বিএনপি জনগণের দল, তাই দল নির্বাচনে ভয় পায় না। বরং যাদের জনসমর্থন কম, তারাই নির্বাচনের ভয় করে। নেতারা দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান, যাতে আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করা যায়।
অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন থানা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন।













