২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম নগরে চোরাই মোটরসাইকেল বিক্রি’ আনোয়ারার মাবুদ ফকিরসহ গ্রেফতার -৩

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে পৃথক দুটি অভিযানে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সময় রাতের আধারে তিনটি চোরাই মোটরসাইকেলসহ হাতেনাতে তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর-দক্ষিণ)।

রবিবার (২৫ মে) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের সামনে থেকে দুইজনকে দুটি চোরাই মোটরসাইকেলসহ ক্রয় বিক্রয়ের সময় হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে আরো একটি মোটরসাইকেলসহ বাকী একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের (উত্তর-দক্ষিণ) ডিসি হাবিবুর রহমান।

গ্রেপ্তার আসামিরা হলেন আনোয়ারা থানা উপজেলার বটতলী ইউনিয়নের কালাগাজী পাড়ার আব্দুল মালেকের ছেলে আব্দুল মাবুদ (৪২) চন্দনাইশের বদুর পাড়ার কালাম সওদাগর বাড়ির আবুল কালামের ছেলে জিসানুর রহমান (২৪) এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের গুনবতি ইউনিয়নের মতিন বাড়ির মো. ইব্রাহিমের ছেলে ইসমাইল (১৯)।

আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের মাবুদ ফকির নিজ এলাকায় তাবিজ কবজের কাজ করেন বলে স্থানীয়রা জানলেও মোটরসাইকেল চোরা চক্রের সাথে জড়িত থাকার বিষয়টি গ্রেফতারের পর জানতে পেরে এলাকায় সবাই বিস্মিত ও হতবাক হয়েছেন।

গত দুই মাসে আনোয়ারায় রাতের আধারে একাধিক গাড়ি চুরি হয়েছিল।যা পুরো আনোয়ারায় চুরের অতিষ্ঠ হয়ে ঘুম হারাম হয়েছে স্থানীয়দের।

নগর গোয়েন্দা পুলিশের (উত্তর-দক্ষিণ) ডিসি হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান,পাঁচলাইশের মুরাদপুরে রাতের আঁধারে চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় করা হচ্ছে,এমন তথ্যের ভিত্তিতে দুইটি চোরাই মোটরসাইকেলসহ তাৎক্ষণিক দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করি।

এসময় একজন আসামির তথ্যের ভিত্তিতে পতেঙ্গা থেকে আরো একটি চোরাই মোটরসাইকেলসহ আরও একজন আসামিকে গ্রেপ্তার করি। চক্রটি দীর্ঘদিন যাবত চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত।

এতে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুন